Header Ads

THIS SITE IS UPDATING......

সমন্বিত চার ব্যাংক এবং প্রতিষ্ঠান- এসিস্ট্যান্ট প্রোগ্রামার

২৫/০৯/২০২০ তারিখে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এর এক্সাম নিয়ে কিছু কথা!!


সিট প্লান দেখে মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এক্সাম নিবে।  


মান বন্টন: 

সময়: ১ ঘন্টা।

প্রশ্ন : ৮০ টা।

ফুল মার্কস:  ১০০‌।

তাহলে প্রতিটা প্রশ্নের জন্য দাড়ায় ১.২৫ মার্কস। 


প্রশ্ন বন্টন:

মোট প্রশ্ন:  ৮০ টা (৪০ টেকনিক্যাল + ৪০ নন টেকনিক্যাল)

৪০ টা নন টেকনিক্যাল বলতে বাংলা ১০ + ইংরেজি ১০ + গনিত ১০ + সাধারণ জ্ঞান এ ১০।


যেগুলো পড়বেন:

Computer fundamental, C,OOP, Data Structure , Database, Networking,  security etc.


এই টপিকস গুলো পড়লে টেকনিক্যাল এর ৪০ টা প্রশ্ন হয়ে গেল। আর বাকি ৪০ টা থাকল নন টেকনিক্যাল ।

যেহেতু Due Exam তাই বাকি ৪০ টার জন্য বিগত বছরের general দের পরীক্ষার সব প্রিলি প্রশ্ন সল্ভ করলেই হবে আশা করা যায়।

শুভ কামনা সকলের জন্য। 

No comments

Powered by Blogger.